চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ৩-২ গোলের পরাজয় বরণ করেছে লিভারপুল। তবে এই হারেও শীর্ষস্থান ধরে রেখেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল লিভারপুলের তরুণ ডিফেন্ডার আমারা ন্যালোর দ্রুততম লাল কার্ড দেখা, যা তাকে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক বানিয়েছে।
বুধবার রাতে ফিলিপস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুল তাদের একাদশে ২১ বছরের কম বয়সী চার ফুটবলারকে অন্তর্ভুক্ত করে। কডি গ্যাকপোর পেনাল্টি থেকে গোলের মাধ্যমে লিভারপুল প্রথমে এগিয়ে গেলেও, কিছুক্ষণ পরই স্বাগতিকদের ইয়োহান বাকায়োকো ম্যাচে সমতা ফেরান। এরপর হার্ভি এলিয়টের গোলে আবারও লিভারপুল এগিয়ে যায়, কিন্তু বিরতির আগেই মরক্কান উইঙ্গার ইসমাইল সাইবারি স্কোরলাইন ২-২ করে ফেলেন। যোগ করা সময়ে পিএসভির রিকার্ডো পেপি গোল করে স্বাগতিক দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন, যা ম্যাচের শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকে।
ম্যাচের ৮৩তম মিনিটে লিভারপুলের তরুণ ডিফেন্ডার আমারা ন্যালো বদলি হিসেবে মাঠে নামেন। তবে মাত্র ৩ মিনিট ৪৬ সেকেন্ডের মধ্যেই তিনি বাকায়োকোকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। এর ফলে ১৮ বছর ৭২ দিন বয়সী ন্যালো লিভারপুলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে লাল কার্ড পাওয়া খেলোয়াড়ের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন। এর আগে ১৯৯৮ সালে ১৮ বছর ১১৭ দিন বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাইকেল ওয়েন লাল কার্ড দেখেছিলেন।
লাল কার্ড দেখার পর যখন ন্যালো মাঠ ছাড়ছিলেন, তখন লিভারপুলের কোচ আর্নে স্লট তার কাঁধে হাত রেখে সমবেদনা জানান। ম্যাচ শেষে কোচ বলেন, "এটা খুবই কঠিন একটি মুহূর্ত ছিল তার জন্য। এত বড় মঞ্চে প্রথমবার মাঠে নামা এবং কয়েক মিনিটের মধ্যে লাল কার্ড দেখে বের হয়ে যাওয়াটা সত্যিই নির্মম। আশা করি, সে দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।"
এই হারের পরও গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রেখে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লিভারপুল।
আ. দৈ./ সাধ