বড় লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর রাইডার্সের দুই ওপেনারের প্রয়োজন ছিল শক্তিশালী শুরু। তবে তৌফিক খান ও সৌম্য সরকার সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হন। ফলে ম্যাচের ফলাফল যা হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে—৪৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে রংপুর।
এ নিয়ে বিপিএলে টানা চার ম্যাচে হারলো রংপুর রাইডার্স। অথচ আসরের প্রথম ৮ ম্যাচেই টানা জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল তারা। আজকের ম্যাচে জয়ের জন্য তাদের সামনে ছিল বিশাল ২২১ রানের লক্ষ্য। তবে রান তাড়া করতে নেমে শুরুতেই ৩৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।
তবে ওপেনার সৌম্য সরকার একপ্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। মাঝেমধ্যে সতীর্থদের সঙ্গে ছোটখাটো কিছু জুটি গড়লেও বড় জুটি না হওয়ায় ম্যাচ জেতার সম্ভাবনা ক্রমেই ফিকে হতে থাকে। শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবে দুর্দান্ত একটি ইনিংস খেললেও জয় এনে দিতে পারেননি তিনি।
সৌম্য ৭৪ রানের ইনিংস খেলেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৫৪.১৬। ৫টি ছক্কা ও ৬টি চারে সাজানো তার লড়াকু ইনিংস শুধু পরাজয়ের ব্যবধান কমাতেই সাহায্য করে। অন্যদিকে, খুলনার সেরা বোলার ছিলেন মুশফিক হাসান। দীর্ঘ ৯ মাসের চোট কাটিয়ে ফিরে এসে ২৪ রানে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দেন এই পেসার।
এই জয়ের ফলে শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে খুলনা টাইগার্স। বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। পরবর্তী ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে তাদের কোয়ালিফায়ার পর্ব।
খুলনার এই জয়ের অন্যতম নায়ক ছিলেন নাঈম শেখ। তার দুর্দান্ত সেঞ্চুরির কল্যাণেই ২২০ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি। বিপিএল ইতিহাসে বাংলাদেশের দশম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করা নাঈম ৬২ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি ছক্কা ও ৭টি চারের মার।
আ. দৈ./ সাধ