আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন জিওফ অ্যালারডাইস। মঙ্গলবার আইসিসি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। অ্যালারডাইস জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে গুঞ্জন রয়েছে, কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও প্রশাসনিক জটিলতার কারণে তিনি সরে দাঁড়িয়েছেন।
বিদায়ী বার্তায় গর্বিত অ্যালারডাইস
৫৭ বছর বয়সী এই ক্রিকেট প্রশাসক আইসিসির প্রকাশিত বিবৃতিতে বলেন,
"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি তৈরি করা পর্যন্ত আমরা অনেক কিছু অর্জন করেছি। এসব অর্জন নিয়ে আমি গর্বিত।"
২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে আইসিসিতে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন অ্যালারডাইস। এরপর ২০২১ সালের নভেম্বরে আইসিসির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। এর আগে, ২০২১ সালের জুলাই মাসে মানু শনেকে বরখাস্ত করার পর তিনি প্রায় আট মাস ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন।
পদত্যাগের কারণ কি শুধুই নতুন চ্যালেঞ্জ, নাকি অন্য কিছু?
অ্যালারডাইসের পদত্যাগের কারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশেষ করে, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার বিষয়টি তিনি মীমাংসা করতে পারেননি। এছাড়া, সূচি চূড়ান্ত করতে দেরি হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়।
এছাড়াও, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বাজেট নিয়ে বিতর্ক তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসরের জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যয় করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
বিশ্বের অন্যতম ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে,
"আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত করতে দেরি করা ও গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে বিশৃঙ্খলার কারণে হয়তো অ্যালারডাইস পদত্যাগ করেছেন।"
জয় শাহর নতুন নেতৃত্বে আইসিসি
আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই পদত্যাগ করলেন অ্যালারডাইস। তার বিদায়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি।
জয় শাহ বলেন, "প্রধান নির্বাহী হিসেবে নেতৃত্ব ও নিষ্ঠার জন্য জিওফকে আন্তরিক ধন্যবাদ জানাই। ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য তার অবদান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তার জন্য শুভকামনা রইল।"
আইসিসি দ্রুত নতুন প্রধান নির্বাহী নিয়োগের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। ক্রিকেটবিশ্বের নজর এখন নতুন নেতৃত্বের দিকে।
আ. দৈ./ সাধ