বেক্সিমকোর শেয়ার বিক্রি করে কর্মীদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে সিকিউরিটি এক্সচেঞ্জের মাধ্যমে অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি বলেন, সব কর্মীর পাওনা ফেব্রুয়ারির মধ্যে এই টাকা থেকে আইন অনুযায়ী দেওয়া হবে। বেতনভাতার পরিমাণ হবে ৫৫০ থেকে ৬০০ কোটি টাকার মতো।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ের অর্থ, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান সমূহের বর্তমান শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
এসময় শ্রম উপদেষ্টা বলেন, বেক্সিমকো থেকে লেঅফ হওয়া সব কারখানা বন্ধ হবে।চালু থাকা তিন প্রতিষ্ঠানের তিন জন প্রশাসক পরিবর্তন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারের সিদ্ধান্ত না মানায় প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বেক্সিমকোর মোট লোন ৪০ হাজার কোটি টাকা। ৩২টি ফ্যাক্টরির মোট লোন ২৯ হাজার ৯২৫ কোটি টাকা। অস্তিত্ববিহীন ১৬ প্রতিষ্ঠানের বিপরীতে লোন রয়েছে ১২ হাজার কোটি টাকা। কীসের ভিত্তিতে ব্যাংক লোন দিলো তা ফেব্রুয়ারির মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যত্যয় দেখা গেলে সংশ্লিষ্ট কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আ. দৈ/ আফরোজা