শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হামলার জবাবদিহিতা চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষার্থীরা ইবতেদায়ি জাতির করণ; করতে হবে করতে হবে, শিক্ষকদের উপর হামলা কেন; প্রশাসন জবাব চাই, আবু সাইদ মুগ্ধ; শেষ হয় নি যুদ্ধ, আমাদের সংগ্রাম; চলছেই চলবে, তালাবায়ে আরাবিয়া; জিন্দাবাদ জিন্দাবাদ, পুলিশ দিয়ে আনদোলন; বন্ধ করা যাবে না, মাদ্রাসা শিক্ষার বোইষম্য, মানি না মানবো না এমন স্লোগান দেন।
এসময় সাধারণ এক শিক্ষার্থী বলেন, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করনের দাবি নিয়ে আন্দোলনে যাওয়া ব্যক্তিদের ওপর ফ্যাসিস্ট কায়দায় যে হামলা চালানো হয় তার তীব্র নিন্দা জানাই। এই আন্দলনেকে বাংলাদেশের আপামর জনতার দাবি উল্লেখ করে তিনি বলেন এই আন্দোলন শুধু জামিয়তে তলাবায়ে বা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের আন্দোলন নয় এটি আপামর তৌহিদি জনতার আন্দোলন। যারা দীর্ঘ ৪০ বছর যাবত বেতন পাননি তাদের দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। তিনি আরও বলেন যতদিন না জাতিয়করণ করা হচ্ছে ততদিন আমরা ঘরে ফিরব না।
জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সাধারণ সম্পাদক মো. সাজ্জাদতুল্লাহ শেখ বলেন, এটি শুধুমাত্র বিগত সাতদিনের দাবি নয়। দশক ধরে রাষ্ট্রের কাছে এ দাবি করে আসছে । কিন্ত আমরা দেখেছি এই রাষ্ট্রে যেই সরকারই আসে সবাই ইনিয়ে-বিনিয়ে ইবতেদায়ী শিক্ষকদের প্রতি বৈষম্য করে এ দাবি মেনে নেয় না। তারা ইবতেদায়ী শিক্ষক, শিক্ষার্থীদের মানুষই মনে করে না।
ইবতেদায়ী শিক্ষকদের যে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরেও মেনে না নিয়ে তাদের ওপর টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করে,লাঠি চার্জ কিভাবে করে ? মাদ্রাসা শিক্ষকদের কি দুর্বল পেয়েছে ? যত দিন তাদের দাবি মেনে নেয়া না হয় ততদিন মাদ্রাসার কোনো শিক্ষক, শিক্ষার্থী ঘরে ফিরে যাবে না। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে তারপর আমরা ঘরে ফিরে যাব।
আ. দৈ/সাকিব/সাম্য