২০২৪ সালে ওয়ানডে ক্রিকেটে ব্যাট ও বল হাতে অসাধারণ পারফর্ম করে বড় স্বীকৃতি অর্জন করলেন আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাই। আইসিসি কর্তৃক বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতে ইতিহাস গড়লেন তিনি। এটি প্রথমবারের মতো কোনো আফগান ক্রিকেটারকে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনা।
সোমবার আইসিসি ভোটিং একাডেমি, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকদের ভোটের ভিত্তিতে ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা করে। এই তালিকায় ওমারজাইকে ছাড়িয়ে যেতে পারেননি শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুসাল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ড।
২০২৪ সালে আফগানিস্তান পাঁচটি ওয়ানডে সিরিজে চারটিতে জয় পেয়েছে, যেখানে ওমারজাইয়ের ভূমিকা ছিল অসামান্য। ১৪টি ওয়ানডে ম্যাচের ১২ ইনিংসে ব্যাটিং করে তিনি ৫২.১২ গড়ে ৪১৭ রান সংগ্রহ করেছেন, যেখানে স্ট্রাইক রেট ছিল ১০৫.৫৬। তার ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।
সালটির শুরুতে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৫ বলে অপরাজিত ১৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ওমারজাই, যদিও ম্যাচটি আফগানিস্তানের হারের হতাশা নিয়ে শেষ হয়। সেপ্টেম্বরে শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৮৬ রান এবং নভেম্বরে একই মাঠে বাংলাদেশের বিপক্ষে ৭৭ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস দুটি আফগানিস্তানের জয়ে ভূমিকা রাখে।
বল হাতেও ছিলেন কার্যকর। ১৩ ইনিংসে ওভারপ্রতি ৪.৯০ রান দিয়ে মোট ১৭টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং পারফরম্যান্স ছিল পরপর দুটি ম্যাচে ৪ উইকেট শিকার করা।