ফরচুন বরিশাল তাদের জয়ের ধারা বজায় রেখেছে। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করার পর, এবার তারা মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। তবে দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও তামিম ইকবালের ৯১ রানের গুরুত্বপূর্ণ জুটি দলের জয়কে সহজ করে তোলে। মালান ১৭০.২৭ স্ট্রাইক রেটে ৬৩ রানের চমৎকার ইনিংস খেলেন, যেখানে ছিল ৩ ছক্কা ও ৮ চার। অধিনায়ক তামিম ২৭ রান যোগ করেন।
জয়ের পথ সহজ হলেও, ১৭তম ওভারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের আউটে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে। তখন বরিশালের প্রয়োজন ছিল ২২ বলে ৩৬ রান। তবে মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফের ১৬ বলে ৩৬ রানের অপরাজিত জুটিতে ম্যাচ শেষ করে দেয় বরিশাল। নবী ১৫ এবং ফাহিম ১৮ রানে অপরাজিত থাকেন।
খুলনার সংগ্রহ বড় হলেও যথেষ্ট হয়নি
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্স ৫ উইকেটে ১৮৭ রান করে। নাঈম শেখ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৪৭ রানের ওপেনিং জুটি দলকে ভালো শুরু এনে দেয়। মিরাজ ২৯ রান করলেও, নাঈম ৫ চার ও ৩ ছক্কায় ১৮৮.৮৮ স্ট্রাইক রেটে ফিফটি করেন।
মধ্য ওভারে অ্যালেক্স রস, উইলিয়াম বসিস্টো (২০ রান করে) এবং আফিফ হোসেনের ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খুলনার স্কোর বাড়াতে সহায়তা করে। তবে শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ঝোড়ো ২৭ রানের (৩ ছক্কা ও ২ চার) ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দেয়। তা সত্ত্বেও বরিশালের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে খুলনার সংগ্রহ যথেষ্ট হয়নি।
আ. দৈ./ সাধ