ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নয়াবিলা গ্রামে পুকুর থেকে আঃ মালেক (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্বার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়াবিলা গ্রামের নয়াবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুলের) পাশে জনৈক আবু কায়সারের পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্বার করা হয়। নিহত ব্যক্তি তেলিগ্রাম গ্রামের শেখ ফরিদের পুত্র। সে পেশায় একজন ইজিবাইকের মিস্ত্রি বলে জানা গেছে।
ফুলবাড়ীয়া থানা পুলিশ জানায়, আজ রোববার সকালে স্থানীয় লোকজন পুকুরে ভাসমান লাশ দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জি পরিহিত যুবকের বিকৃত মরদেহ উদ্বার করে। নিহত ওই যুবক ৪ দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বলেও পরিবারের লোকজন জানায়। তবে এ সংক্রান্ত ঘটনায় নিহতের পরিবার থানায় কোন সাধারণ ডায়েরি (জিডি) করেনি।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, যুবকের মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট শেষে বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আ. দৈ/ সাম্য