মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল তাদের টানা চতুর্থ জয় তুলে নিয়েছে। সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার পর্ব নিশ্চিত করেছে তারা। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্সের এটি টানা পঞ্চম পরাজয়।
সিলেটের ব্যাটিং বিপর্যয়
প্রথম ইনিংসে সিলেট স্ট্রাইকার্স মাত্র ১১৬ রানে গুটিয়ে যায়। পাকিস্তানি পেসার ফাহিম আশরাফের বিধ্বংসী বোলিংয়ে সিলেটের এই বিপর্যয় ঘটে। ৩১ বছর বয়সী এই পেসার ৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার দ্বিতীয় ৫ উইকেট শিকার। ফাহিমকে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ নবী ও জেমস ফুলার, যারা প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।
তামিমের ফিফটি ও মুশফিকের দুর্দান্ত সঙ্গ
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল শুরুতে ২ উইকেট হারালেও দলের জয় নিশ্চিত করতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি টুর্নামেন্টে নিজের তৃতীয় ফিফটি করেন। তামিমের ৫১ বলে ৫২ রানের ইনিংসে ছিল ৬টি চারের মার।
তামিমকে দারুণভাবে সঙ্গ দেন মুশফিকুর রহিম। ৩০ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন মুশফিক। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কা। দুজনের ৮১ রানের অপরাজিত জুটি বরিশালকে সহজ জয় এনে দেয়।
বরিশালের কোয়ালিফায়ার নিশ্চিত
এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্সের টানা পঞ্চম হার দলটির অবস্থান আরও কঠিন করে তুলেছে।
আ. দৈ./ সাধ