বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মহাব্যবস্থাপক মো. সাইদুর রহমানসহ দুইজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে প্রকল্পের সোয়া কোটি টাকা আত্মসাতের সুনিদিষ্ট অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মামলার আসামিরা হলেন- বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মহাব্যবস্থাপক ও বরগুনার তালতলী উপজেলার ফিজিবিল্যাটি স্টাডি অব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মো. সাইদুর রহমান এবং তুর্ব মেশিনারি সার্ভিস বাংলাদেশ নামের প্রতিষ্ঠানের মালিক ড. ফজলে মাহবুব।
মামলার এজাহাওে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধ করে নিজেদের ওপর অর্পিত দায়িত্বের চরম লঙ্ঘন করে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন কর্তৃক বরগুনা জেলার তালতলীতে বঙ্গোপসাগরের মোহনায় প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ বিধি-বিধান লঙ্ঘন করে বাস্তবায়িত কাজের চেয়ে অতিরিক্ত ১ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৯৭ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।
আ. দৈ./ কাশেম