দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশ থেকে ট্রফি জিতে ফিরেছে। গ্লোবাল সুপার লিগ (জিএসএল) জয় করে রংপুর রাইডার্স ইতিমধ্যে বেশ আলোড়ন তুলেছে। এবার তারা সেই জয়ের ট্রফি নিয়ে নিজ শহর রংপুরে যাচ্ছে।
এবারের যাত্রায় রাইডার্স সঙ্গে নিয়ে যাবে আরেকটি ট্রফি, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। বিপিএল ট্রফি ট্যুরের অংশ হিসেবে এটি তাদের সঙ্গে থাকবে।
২০ জানুয়ারি রংপুর রাইডার্স তাদের ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে। দলটির ক্রিকেটাররা হেলিকপ্টারে করে রংপুরে এসে যোগ দেবেন। এই ট্যুরে গ্লোবাল সুপার লিগ এবং বিপিএল ট্রফি নিয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ভক্তদের জন্য থাকবে ১,৫০০ রংপুর রাইডার্সের জার্সি বিতরণ। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ এই আয়োজনে থাকবে। দুপুর ১টায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রাইডার্স। দুপুর ২টায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হবে।
এছাড়াও, ভক্তরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট, যেখানে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘এভোয়েড রাফা’।
গত বছরের ৬ ডিসেম্বর গায়নায় গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিল রংপুর। পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা দল অংশ নেয়। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে ট্রফি জেতে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলেও তারা দুর্দান্ত ফর্মে রয়েছে, টানা ৮ ম্যাচে জয় পেয়েছে।