লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের নিয়ে গঠিত আক্রমণত্রয়ীও চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) সাফল্য পেতে ব্যর্থ হয়।
ক্লাবটির উচ্চ প্রত্যাশা থাকা সত্ত্বেও, দলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়, বিশেষ করে মেসি এবং নেইমারের সঙ্গে এমবাপ্পের সম্পর্কের অবনতির বিষয়ে। এতদিন বিষয়টি গোপন থাকলেও ব্রাজিলিয়ান তারকা নেইমার অবশেষে প্রকাশ্যে এনেছেন সেই সম্পর্কের টানাপোড়েন।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর পডকাস্টে নেইমার জানান, এমবাপ্পের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে বিরোধ ছিল। তিনি বলেন, "শুরুর দিকে সবকিছু ঠিক ছিল, আমি তাকে 'গোল্ডেন বয়' বলে ডাকতাম। কিন্তু মেসি আসার পর থেকে এমবাপ্পে ঈর্ষা করতে শুরু করে। সে আমাকে অন্য কারো সঙ্গে ভাগ করতে চাইতো না। এরপর কিছু বিবাদ শুরু হয় এবং তার আচরণও পরিবর্তিত হতে থাকে।"
নেইমার আরও জানান, পিএসজিতে তারকাদের মধ্যে ইগোর সংঘাত ছিল। তিনি বলেন, "ইগো থাকা কোনো সমস্যা নয়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি একা খেলতে পারবেন না। ইগোর দ্বন্দ্ব পুরো ক্লাবে ছড়িয়ে পড়েছিল এবং কিছুই করা যাচ্ছিল না।"
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের তথ্য অনুযায়ী, মেসি-নেইমার থাকলে পিএসজিতে আর না খেলার হুমকি দিয়েছিলেন এমবাপ্পে। শেষ পর্যন্ত মেসি, নেইমার, এবং এমবাপ্পে সবাই ক্লাব ছেড়ে চলে যান। মেসি এখন ইন্টার মায়ামিতে, নেইমার সৌদি ক্লাব আল হিলালে, আর এমবাপ্পে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে।
আ. দৈ./ সাধ