ইউরোপিয়ান ফুটবল ছেড়ে অনেক আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। ব্যালন ডি’অরের শেষ ৩০ জনের তালিকাতেও তার নাম ছিল না। তবে এসব গাভির কাছে তুচ্ছ। বার্সেলোনার এই মিডফিল্ডার এখনও মেসিকেই বিশ্বের সেরা ফুটবলার মনে করেন। আর মেসির পরেই তিনি রাখেন বার্সেলোনার সতীর্থ লামিনে ইয়ামালকে।
বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ প্রতিভা ইয়ামাল। বার্সেলোনায় অভিষেকের পর থেকে তিনি তার অসাধারণ দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। স্পেন জাতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছেন। নতুন বছরেও দুর্দান্ত ফর্মে আছেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পারফর্ম করার পর কোপা দেল রের ম্যাচেও তিনি ছিলেন উজ্জ্বল।
রেয়াল বেতিসকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে যায় বার্সেলোনা। এই ম্যাচে দুটি গোলে সরাসরি সহায়তা করেন ইয়ামাল এবং একটি গোলও করেন। অফসাইডের কারণে আরও একটি গোল বাতিল হয়।
চলতি মৌসুমে ইয়ামাল করেছেন ৯টি গোল এবং ১৩টি গোলে সহায়তা করেছেন। তবে তার কৃতিত্ব শুধু গোল ও অ্যাসিস্টেই সীমাবদ্ধ নয়। মাঠে তার উপস্থিতি, দুর্দান্ত পাসিং, প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক সৃষ্টি - সবকিছুতেই তিনি নজর কাড়ছেন।
বেতিসের বিপক্ষে ম্যাচে গাভি গোলের সূচনা করেন। বড় জয়ের পর তাকে জিজ্ঞেস করা হয়, ইয়ামাল এখনই বিশ্বের সেরা ফুটবলার কি না। গাভির উত্তর ছিল, “হ্যাঁ, সে সেরা…। মেসির পর।”
ইয়ামালের মূল্যায়ন নিয়ে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও একমত প্রকাশ করেন, তবে তিনি সতর্ক করে দেন, “গাভি আবেগপ্রবণ। কিন্তু হ্যাঁ, মেসির পর ইয়ামাল সেরা। বড় ম্যাচে বড় প্রতিভা নিজেকে মেলে ধরে, এবং ইয়ামাল তা বারবার প্রমাণ করেছে। তবে তাকে যত্নের সঙ্গে এগিয়ে নিতে হবে।”
আ. দৈ./ সাধ