বিপিএলের ঢাকা পর্বে ম্যাচ খেলার সুযোগ পাননি রাকিম কর্নওয়াল। সিলেট পর্বে তিন ম্যাচ খেললেও ব্যাটে-বলে ছন্দে ফিরতে পারেননি। চট্টগ্রাম পর্বে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে থাকার বদলে চোটের কারণে বিদায় নিতে হলো তাকে। কর্নওয়াল বিপিএল ছেড়ে ‘বিদায় বাংলাদেশ’ বলে চলে গেছেন।
সিলেট স্ট্রাইকার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্নওয়ালের বিদায়ের খবরটি জানিয়েছে, ‘সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।’ কর্নওয়াল একটি ভিডিওতে বলেন, ‘বিদায় বাংলাদেশ। আবার সিলেটে দেখা হবে।’
এবারের বিপিএলে সিলেটের হয়ে কর্নওয়াল তিনটি ম্যাচ খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ১৮, ০ ও ৪ রান। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। সিলেটের দলে বিদেশিদের মধ্যে আছেন পল স্টার্লিং, জর্জ মানসে, রিস টপলি এবং অ্যারন জোন্স।
সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলে টানা তিনটি ম্যাচে হারের মুখ দেখেছে। ঢাকা পর্বে পরপর দুটি ম্যাচ হারার পর সিলেটে গিয়ে প্রথম ম্যাচেও পরাজিত হয়। তবে জাকির হাসানের ব্যাটিং নৈপুণ্যে চতুর্থ ও পঞ্চম ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর আশা দেখায় সিলেট। তবে সিলেটে নিজেদের শেষ ম্যাচে আরিফুল হকের নেতৃত্বাধীন দলটি আবার হেরে যায়।
আ. দৈ./ সাধ