আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সুপার ওভারে ইংল্যান্ডকে ২ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের নারী দলকে পরাজিত করল বাংলাদেশের মেয়েরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের দেওয়া ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ থামে ১১৩ রানে। ১ রান বাকি থাকায় ম্যাচটি গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে বাংলাদেশের হয়ে সাদিয়া আক্তার একটি ছক্কা মেরে এবং বাকিগুলোতে ১ রান করে দলকে ১১ রানে পৌঁছান। ইংল্যান্ডের হয়ে বল করেন ১৬ বছর বয়সী স্পিনার টিলি কর্টিন কোলেম্যান।
বাংলাদেশের হয়ে সুপার ওভার বল করেন পেসার হাবিবা আক্তার। তার শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান, কিন্তু প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। মূল ম্যাচে সাদিয়া আক্তার ১৭ বলে ২০ রান করেন এবং আনিসা আক্তার ৩টি উইকেট নেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে আগামী ১৮ জানুয়ারি এবং ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ রয়েছে ‘ডি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।
আ. দৈ./ সাধ