আগামী মাসে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যা অনুষ্ঠিত হবে পাকিস্তানে। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ দল ঘোষণা করেছে। তবে সেই দলে জায়গা পাননি দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যার কারণে তিনি এখন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলার জন্য উপযুক্ত। তাই টিম কম্বিনেশন সাজাতে গিয়ে তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে ১৫ জনের দলে রাখা সম্ভব হয়নি।
প্রধান নির্বাচক বলেন, "একজন কিংবদন্তি ক্রিকেটারকে দলে না রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা ঠিক হবে না। বর্তমানে যারা দলে আছেন, তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছেন এবং তাদের প্রতি আস্থার কারণেই তারা এগিয়ে।"
গাজী আশরাফ আরও বলেন, "২৫ বছরের একজন খেলোয়াড়ের ফিটনেস ও সতেজতা ৩৫ বা ৩৭ বছরের খেলোয়াড়ের তুলনায় অনেক বেশি। বয়সের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ও গতিশীলতা কমে আসে। সাকিবের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে তিনি ৮২ রানের ইনিংস খেলেন। যদিও এরপর ওয়ানডে না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগে তিনি সফল ছিলেন, ৬ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ৯৯.২৪ স্ট্রাইক রেটে ২৬২ রান করেছিলেন।
সাকিব বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, ২৭২ ম্যাচে ৭ হাজার ৫৭০ রান করেছেন। সম্প্রতি ভারত সফরের সময় টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ঘোষণা দিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন।
আ. দৈ./ সাধ