আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য নারীদের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে, বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে, সব ম্যাচেই জয়লাভ করে।
তবে এখনও বিশ্বকাপের টিকিট নিশ্চিত নয়। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিততে পারলেই বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এই সিরিজকে তাই শুধু একটি সিরিজ হিসেবে দেখছেন না দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার মতে, এটি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মিশন।
বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। সিরিজটি জেতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ এনে দেবে। সেন্ট কিটসের কন্ডিশন সম্পর্কে জ্যোতি জানান, যদিও এটি চ্যালেঞ্জিং হবে, তবে দল ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামবে। তাদের প্রধান লক্ষ্য চার পয়েন্ট অর্জন করা এবং বিশ্বকাপ নিশ্চিত করা।
জ্যোতি আরও বলেন, সেন্ট কিটসের ব্যাটিং বান্ধব উইকেট তাদের জন্য ভালো হবে। যদি ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করেন, তবে বোলারদের কাজ সহজ হয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন যে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের সমন্বয়ে দল সেরা পারফরম্যান্স দেবে।
কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো লংগার ভার্সন ম্যাচ খেলেছে, যা তাদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা ছিল। এই অভিজ্ঞতা ওয়ানডে সিরিজে কাজে দেবে বলে মনে করেন জ্যোতি। তিনি আত্মবিশ্বাসী যে, দলের প্রস্তুতি এবং মনোভাব সিরিজ জেতার জন্য যথেষ্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি আগামী ১৯ জানুয়ারি শুরু হবে, পরবর্তী ম্যাচগুলো ২১ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি। সব ম্যাচই সেন্ট কিটসে হবে। বাংলাদেশ নারী দল এই সিরিজে ভালো পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে চায়।
আ. দৈ./ সাধ