ফরচুন বরিশালের ১৯৮ রানের লক্ষ্য তাড়া করে রংপুর রাইডার্স বৃহস্পতিবার ৩ উইকেটে জয় পেয়েছে। ম্যাচ শেষে তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। খেলার শেষে সৌহার্দ্য বিনিময়ের সময় হেলস তামিমকে ব্যঙ্গ করেন, যা তামিমকে ক্ষিপ্ত করে তোলে।
এই আচরণের জন্য তামিমকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে। তবে তার ম্যাচ ফি কাটা হয়নি। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল জানান, তামিম অভিযোগ মেনে নেওয়ায় শুনানি প্রয়োজন হয়নি।
ভিডিওতে দেখা গেছে, ঘটনার সূত্রপাত হেলসের আপত্তিকর আচরণ থেকে। ম্যাচ শেষে তিনি তামিমকে অশোভন অঙ্গভঙ্গি করেন এবং হাত মেলানোর সময় তামিমকে ব্যঙ্গ করেন। এতে উত্তেজিত হয়ে তামিম বলেন, "এমন করছো কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।" হেলস পাল্টা কিছু বললে তামিম তাকে লক্ষ্য করে তেড়ে যান। দলের অন্যান্য সদস্যরা দুজনকে ঠেকান।
হেলস পরে এক টেলিভিশন চ্যানেলকে বলেন, "২০২১ সালে বিয়ার পানের কারণে আমি নিষিদ্ধ ছিলাম। তামিম ওই প্রসঙ্গ টেনে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন, যা সত্যিই লজ্জাজনক।"
আ. দৈ./ সাধ