বাংলাদেশের আর্চারি তারকা দম্পতি রোমান সানা ও দিয়া সিদ্দিকী বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে অবস্থান করছেন। দুই সপ্তাহ আগে তারা সেখানে গিয়েছেন এবং প্রয়োজনীয় কাগজপত্রের জন্য এখন ঢাকায় যোগাযোগ করছেন।
রোমান সানা ও দিয়া সিদ্দিকীর ক্যাম্প থেকে অনুপস্থিতি
রোমান সানা জাতীয় আর্চারি ক্যাম্প থেকে বাদ পড়েছিলেন, কারণ তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। অন্যদিকে, দিয়া সিদ্দিকী কাঁধের সমস্যার জন্য চিকিৎসার কথা বলে ক্যাম্পে অনুপস্থিত ছিলেন। যদিও তিনি ক্যাম্পে ফেরার কথা ছিল, কিন্তু কোনো নোটিশ না দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। আর্চারি ফেডারেশনের প্রশিক্ষণ কমিটির আহ্বায়ক ফারুক ঢালী জানান, দিয়ার মায়ের কাছ থেকে তারা জানতে পারেন যে রোমান ও দিয়া যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
আর্চারি ফেডারেশনের প্রতিক্রিয়া
ফেডারেশনের কর্মকর্তারা জানান, রোমান সানার বিষয়ে তাদের বলার কিছু নেই, কারণ তিনি ক্যাম্পের অংশ ছিলেন না। তবে দিয়া ক্যাম্পের খেলোয়াড় হওয়ায় তার অনুপস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। ফারুক ঢালী মনে করেন, এভাবে না জানিয়ে চলে যাওয়া অনুচিত হয়েছে।
রোমান সানা ও দিয়া সিদ্দিকীর সম্ভাবনা
রোমান সানার ক্যারিয়ার শেষ পর্যায়ে থাকলেও, দিয়া সিদ্দিকী এখনও সম্ভাবনাময়। তিনি শুধু আর্চারিতেই ভালো নন, শিক্ষাক্ষেত্রেও সফল। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ফাইভ পাওয়া দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার কোটায় ভর্তি হয়েছিলেন। ফেডারেশন মনে করে, দিয়ার আরও দূর যাওয়ার সুযোগ ছিল।
যুক্তরাষ্ট্রে যাত্রার পেছনের কারণ
জানা গেছে, দিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ্রহ ছিল না, তবে স্বামীর পীড়াপীড়িতে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। রোমান সানা ও দিয়া দুজনেই আন্তর্জাতিক অলিম্পিক থেকে স্কলারশিপ পেয়েছেন। অন্যান্য আর্চারদের মতো তারা পাঁচ বছরের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন।
ফেডারেশনের বিনিয়োগ
ফেডারেশন রোমান সানার পেছনে অনেক অর্থ ব্যয় করেছে। তাকে ইউরোপের বিভিন্ন দেশে প্রশিক্ষণে পাঠানো হয়েছে। ফেডারেশন আশা করেছিল, রোমান সানা একদিন কোচ হয়ে দেশের আর্চারির জন্য কাজ করবেন। তবে রোমান কোচ হওয়ার আগ্রহ দেখাননি।