ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাউসারের সহযোগিতায় উদীয়মান তরুণ ক্রিকেটার ।মো: সোবহান আলী হৃদয় নেপালে অনুষ্ঠিতব্য "ইন্টারন্যাশনাল- ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে" বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন।
জানা যায়, মো: সোবহান আলী হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ইতিহাস বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী এবং উদীয়মান তরুণ ক্রিকেটার। আগামী ২০ জানুয়ারি নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয় রাষ্ট্রের (বাংলাদেশ,ভারত,নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং ইউএই) বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে "ইন্টারন্যাশনাল- ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট"।
মো: সোবহান আলী হৃদয় এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের একজন সদস্য। তিনি নেপালে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে।
কিন্তু নেপালে যেতে পাসপোর্ট রিনিউয়ের জন্য দশ হাজার টাকার প্রয়োজন ছিল তার, আর্থিক সীমাবদ্ধতার জন্য পাসপোর্ট রিনিউ করাটা সম্ভব হচ্ছিল না। এই বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাউসার। তিনি সোবহানের পাশে দাঁড়ায় এবং পাসপোর্ট রিনিউ করার জন্য দশ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করে।
এগুলোই আসলে "বিউটি অব স্টুডেন্ট পলিটিক্স"। ছাত্রনেতা বিএম কাউসারের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্যই হোক আজ এবং আগামী দিনের ছাত্র রাজনীতি। তরুণ ক্রিকেটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো:সোবহান আলী হৃদয়ের জন্য রইল শুভ কামনা।
আজ. দৈনিক / কাশেম/ নিজাম উদ্দিন