চুয়াডাঙ্গায় সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ০২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুদকের সমন্বিত ঝিনাইদহ জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
দুদক টিমের অভিযানে মাঠ পর্যায়ে কৃষক সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনেছেন মর্মে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা'র সমন্বয়ে বিএডিসি, চুয়াডাঙ্গা পরিদর্শন করে।
অভিযানকালে কৃষক এবং ব্যবসায়ীদের বক্তব্য গ্রহণ করে দুদক টিম। সংগৃহীত রেকর্ডপত্র এবং বক্তব্য পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। গণমাধ্যমকে এই তথ্য জানান, দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম।
আ. দৈ. /কাশেম