শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
স্বাস্থ্য
আসন্ন রমজানে ডায়াবেটিস রোগীদের রোজা রাখার পরামর্শ এসিইডিবির
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 3 January, 2025, 6:52 PM  (ভিজিট : 39)

আসন্ন রমজানে বাংলাদেশের মুসলমান ও ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় পরিস্কারভাবে বলেছেন ক্লিনিক্যাল অ্যান্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেনের (এসিইডিবি) প্রেসিডেন্ট প্রফেসর ডা.মো: ফরিদ উদ্দিন। আজ শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন এসিইডিবি-এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো: ফরিদ উদ্দিন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এসিইডিবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডা. মোরশেদ আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মঈনুল ইসলাম, প্রফেসর ডা. মো: আতিকুল ইসলাম।

ডা. মো: ফরিদ উদ্দিন বলেন, শতকরা প্রায় ৮০ জন ডায়াবেটিস রোগী রোজা রাখেন। ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন, তারা কিছু জটিলতার সম্মুখীন হন। তাই ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানিয়েছে দিয়েছেন এসিইডিবির বিশেষজ্ঞরা।

তিনি বলেন, ‘ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। নিয়ম মেনে সব ধরনের ইবাদত পালন করা যায়। নিয়ম মেনে ডায়াবেটিস রোগীও রোজা রাখতে পারবেন। যাদের সামর্থ্য আছে তাদের ডায়াবেটিস এমন কোনো বাধা নয়। প্রয়োজন আগাম প্রস্তুতি। ডায়াবেটিস রোগীদের রমজানের কমপক্ষে দু থেকে তিন মাস আগে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, ‘এক পরিসংখ্যানে দেখা গেছে, সারা বিশ্বের প্রায় ৫০ মিলিয়ন ডায়াবেটিস রোগী রোজা পালন করেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া যারা রোজা রাখেন, তারা কিছু জটিলতার সম্মুখীন হন। বিশেষ করে রক্তে সুগারের স্বল্পতা (হাইপোগ্লাইসেমিয়া), রক্তে সুগারের আধিক্য (হাইপারগ্লাইসিমিয়া), ডায়াবেটিস কিটোএসিডোসিস, পানিশূন্যতা বা ডিহাইড্রেশনে ভোগেন।’

তিনি আরো বলেন, ‘নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালনের ব্যাপারে দীর্ঘ দিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রোক্রাইন ডিপার্টমেন্ট জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রমজানের আগে এ হাসপাতালের অ্যান্ড্রোক্রাইনোলজিস্টরা সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এসিইডিবি ২০২৩ সালের অক্টোবরে রজব মাসকে ‘ডায়াবেটিস ও রমজান সচেতনতা মাস’ হিসেবে ঘোষণা করেছে।’

এসিইডিবি-এর প্রেসিডেন্ট জানান, প্রতি বছরের মতো এবারো রজব মাসের কর্মসূচির মধ্যে রয়েছে চিকিৎসকদের প্রশিক্ষণ, ডায়াবেটিস রোগীদের প্রশিক্ষণ, মসজিদের খতিবদের সাথে আলোচনা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সংবাদ সম্মেলন।

আ. দৈ. /কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় বিএফআইইউয়ের সেই মাসুদ বিশ্বাস গ্রেফতার
এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের নামে মামলা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশে নিপীড়ন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: হিউম্যান রাইটস ওয়াচ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথে
ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
চায়না পোশাকে সয়লাব দেশ
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
স্বাস্থ্য- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝