অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়তে যাচ্ছে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে। তবে নিজেদের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও চাপে ফেলা সম্ভব বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।
বিশ্বকাপের এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে সেখানে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কায় চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এ জন্য আজই দেশ ছাড়ছে তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে প্রস্তুতি সিরিজ। এরপর ১৮ জানুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জানুয়ারি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২২ জানুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।
দেশ ছাড়ার আগে অধিনায়ক সুমাইয়া আক্তার বলেন, "আমাদের দল বেশ ভালো। যদি আমরা আমাদের ভূমিকা সঠিকভাবে পালন করি, তাহলে ভালো কিছু অর্জন করতে পারব। আমাদের শক্তির জায়গা জানা আছে। সেগুলোর ওপর নির্ভর করে লড়াই করতে পারলে দিনশেষে ফলাফল আমাদের পক্ষে আসবে।"
তিনি আরও বলেন, "আমাদের প্রথম লক্ষ্য হলো নিজেদের খেলাটা খেলা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক বা অন্য কেউ, যদি আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে অস্ট্রেলিয়াও আমাদের নিয়ে ভাবতে বাধ্য হবে। মালয়েশিয়ায় আগে খেলার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।"
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল:
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মত ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
আ. দৈ./ সাধ