কৃষ্ণসাগরে চালকবিহীন একটি নৌড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর এ তথ্য জানিয়েছে। তারা আরও বলেছে, হামলায় রাশিয়ার আরেকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জিইউআর জানায়, ক্রিমিয়ার পশ্চিম উপকূল কেপ তারখানকুতের কাছে লড়াই চলাকালে মাগুরা ভি ফাইভ নামের একটি সামুদ্রিক ড্রোন রাশিয়ার হেলিকপ্টারকে আঘাত করে।
গোয়েন্দা সংস্থাটি দাবি করেছে, এই প্রথমবার নৌবাহিনীর ড্রোন দিয়ে আকাশপথের কোনো লক্ষ্যবস্তু ভূপাতিত করা হয়েছে। তবে রয়টার্স তাদের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
রুশ সামরিক ব্লগার ভোয়েনি অসভেদোমিতেলও জানিয়েছেন, ইউক্রেনের ড্রোনের হামলায় রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত আরেকটি হেলিকপ্টার বিমানঘাঁটিতে ফিরে যেতে সক্ষম হয়।
মস্কো থেকে এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ব্ল্যাক সি ফ্লিট আটটি চালকবিহীন ড্রোন ধ্বংস করেছে।
আ. দৈ./ সাধ