যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌন নির্যাতন ও মানহানির মামলায় আপিলে হেরে গেছেন। ম্যানহাটানের ফেডারেল আদালত তার বিরুদ্ধে আগের দেওয়া ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণের রায় বহাল রেখেছে। খবর আলজাজিরার।
২০২৩ সালের মে মাসে কলামিস্ট এলিজাবেথ জেন ক্যারলের দায়ের করা মামলায় ট্রাম্পকে যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে যৌন নির্যাতনের জন্য ২০ লাখ ডলার এবং মানহানির জন্য ২৯ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। তবে এই মামলায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি।
ক্যারল অভিযোগ করেছিলেন যে, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে যৌন নির্যাতন করেন। ট্রাম্প এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এবং দাবি করেছেন, ক্যারলের সঙ্গে তার কখনো দেখা হয়নি।
ট্রাম্প পুনর্বিচারের আবেদন করলেও তা আদালত নাকচ করে দেয়। সর্বশেষ আপিলে আদালত জানায়, মামলার প্রমাণ ও সাক্ষ্য যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান জানান, তারা এই রায়ে সন্তুষ্ট।
পৃথক আরেকটি মানহানির মামলায় ট্রাম্পকে ২০১৯ সালে ৮৩ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেও তিনি আপিল করেছেন।
আইনজীবীরা মনে করছেন, এই মামলার রায় ট্রাম্পের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। যদিও তিনি এ অভিযোগগুলো সস্তা জনপ্রিয়তার কৌশল হিসেবে উল্লেখ করেছেন।
এ অবস্থায়, এই মামলার রায় এবং তার চলমান আইনি জটিলতা ট্রাম্পের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আ. দৈ./ সাধ