উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে টঙ্গীতে সরকারি অডিটোরিয়াম ভেঙে প্রায় দুই কোটি টাকার লোহা গোপনে বিক্রি এবং ওই অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা গাজীপুর কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। ঘটনাস্থলে গিয়ে এনফোর্সমেন্ট টিম দেখতে পায়, টংগী সরকারি কলেজ, গাজীপুর সংলগ্ন পৌর অডিটোরিয়ামটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং মালামাল অপসারণ করা হয়েছে। কিন্তু অডিটোরিয়ামটির মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও টঙ্গী সরকারি কলেজ কর্তৃপক্ষ কোন নিয়মনীতি না মেনে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই উক্ত অডিটোরিয়াম ভেঙে প্রায় কোটি টাকার রডসহ অন্যান্য মালামাল বিক্রি করে দিয়েছে।
কলেজের অধ্যক্ষ আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও কেন মালামাল বিক্রি করেছেন এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম।
আ. দৈ. /কাশেম