বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই বরাবরই বিতর্ক। এবারের আসরকে বিতর্কমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ উদ্যোগ নিলেও বিপিএল শুরুর আগেই কোটি কোটি টাকা খরচ করে একাধিক কনসার্ট আয়োজন করে তারা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
টুর্নামেন্ট শুরুর আগে এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে কথা বলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘এবারের বিপিএলে কনসার্ট ছাড়া অন্য কিছু তো দেখিনি। আমার মনে হয়, সত্যিকারের নতুন ধরনের বিপিএল করতে হলে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের গুণগত মান উন্নয়নে এবং খেলোয়াড়দের উন্নয়নে বিনিয়োগ করা জরুরি। তখনই বলা যাবে, এটা নতুন ধাঁচের বিপিএল।’
বিসিবি আগেই জানিয়েছিল যে, এবারের বিপিএল হবে ‘ভিন্ন ধরনের’ এক টুর্নামেন্ট। তবে এখন পর্যন্ত কনসার্ট আয়োজন ছাড়া অন্য কোনো উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়েনি। তামিম ইকবালের মন্তব্যে সেই হতাশার প্রতিফলন দেখা গেছে।
বিশেষ করে, ঢাকায় আয়োজিত মিউজিক ফেস্টে পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খানের অনুষ্ঠানের জন্য খরচ হয়েছে প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা। অথচ পুরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্য রাখা হয়েছে মাত্র ২ কোটি টাকা। অন্যদিকে, খেলোয়াড়দের পারিশ্রমিকও কমিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে তামিম আরও বলেন, ‘আগেও কনসার্ট হয়েছে, এবারও হয়েছে। তবে এ নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। কারণ আমরা জানি না, কাল কী হতে পারে। কিন্তু আমার দৃষ্টিতে, বিপিএলকে উন্নত করতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে টুর্নামেন্ট এবং ক্রিকেটের ওপর বিনিয়োগে।’
তামিমের এই মন্তব্যে পরিষ্কার যে, কনসার্ট আয়োজনের চেয়ে টুর্নামেন্টের মান উন্নয়ন এবং ক্রিকেটারদের সঠিকভাবে মূল্যায়ন করাকেই তিনি বেশি প্রাধান্য দেন।
আ. দৈ./ সাধ