কাজাখস্তানে গত বুধবার এক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছিলেন দুই বৈমানিক। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন উড়োজাহাজটির ২৯ আরোহী। তাদের একজন শুভোনকুল রাখিমোভ। দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে তিনি উড়োজাহাজের ভেতরের একটি ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ খবর জানিয়েছে সিএনএন।
ভিডিওটিতে দেখা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি নিচে নামতে শুরু করলে আরোহীদের মধ্যে চিৎকার শুরু হয়। তবে শুভোনকুল রাখিমোভ নিজের ভয়ের সঙ্গে লড়াই করে শান্ত থাকার চেষ্টা করছিলেন এবং আল্লাহর নাম স্মরণ করছিলেন। তিনি বিভিন্ন দোয়া পড়ছিলেন এবং আতঙ্কের মুহূর্তে নিজের জন্য প্রার্থনা করছিলেন।
দুর্ঘটনা সম্পর্কে রাখিমোভ বলেন, ‘আমি অনুভব করলাম উড়োজাহাজটি ভেঙে পড়ার মুখে রয়েছে। কিছুক্ষণ পরও এটি নিচে পড়ল না। তখনই বুঝলাম আমাকে আল্লাহকে স্মরণ করা উচিত। আমি দোয়া শুরু করলাম, ভেবেছিলাম এগুলোই আমার শেষ কথা হতে পারে। আল্লাহর সামনে যাওয়ার প্রস্তুতি নিতে চেয়েছিলাম। কিন্তু যখন বুঝতে পারলাম আমি বেঁচে গেছি, তখন মনে হলো আমাকে আল্লাহকে আরও সন্তুষ্ট করার জন্য জীবন উৎসর্গ করতে হবে।’
আজারবাইজানের উড়োজাহাজটি ৬৭ জন আরোহী নিয়ে বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রা করেছিল। মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণের চেষ্টা করেন বৈমানিকরা। তারা কাজাখস্তানের আকতাউয়ে রানওয়ে থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি মাঠে অবতরণের চেষ্টা করেন। কিন্তু সেখানেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।
আজারবাইজান এয়ারলাইন্স বৈমানিকদের ‘হিরো’ আখ্যা দিয়ে জানিয়েছে, তারা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাদের এই সাহসিকতা ইতিহাসে অমর হয়ে থাকবে।
অন্যদিকে, অভিযোগ উঠেছে যে, গ্রোজনির আকাশে থাকা অবস্থায় রুশ বাহিনী বিমানটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।
আ. দৈ./ সাধ