জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত মাসে আটক হন হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমানে তিনি কারাগারে বন্দি। তার জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ জানুয়ারি। চিন্ময়ের পক্ষে আইনি লড়াই করবেন বিশিষ্ট আইনজীবী রবীন্দ্র ঘোষ।
বর্তমানে রবীন্দ্র ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থান করছেন। সেখানেই বৃহস্পতিবার ইসকন মন্দিরে একটি বৈঠকে অংশ নেন তিনি। মন্দিরে তাকে নিয়ে যান ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারামণ দাস। বৈঠকের পর রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রবীন্দ্র ঘোষ জানান, তিনি চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি ২ জানুয়ারি চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নেবেন। এছাড়া, শুনানির আগে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরিকল্পনাও রয়েছে তার।
আইনজীবী রবীন্দ্র ঘোষ দাবি করেন, চিন্ময়ের পক্ষে দাঁড়ানোয় তিনি বিভিন্ন হুমকি ও ভয়ভীতির মুখোমুখি হচ্ছেন। তবে তিনি তার আইনি লড়াই চালিয়ে যাবেন।
ইসকনের বাংলাদেশ শাখা জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে ইসকনের কলকাতা শাখা তার হয়ে ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কলকাতার ইসকন নেতাদের আমন্ত্রণে রবীন্দ্র ঘোষ মন্দিরে যান।
এর আগে গত ১৭ ডিসেম্বর, বিজেপির স্থানীয় নেতা অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন রবীন্দ্র ঘোষ। এসময় উপস্থিত ছিলেন বিজেপি-ঘনিষ্ঠ আইনজীবী কৌস্তভ বাগচী এবং কার্তিক মহারাজ নামে এক সন্ন্যাসী। এই সাক্ষাৎও চিন্ময় কৃষ্ণ দাসের আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনার অংশ ছিল।
আ. দৈ./ সাধ