বিশ্ব ক্রিকেটে গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ভয় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে শন টেইট ছিলেন এক অনন্য নাম। অস্ট্রেলিয়ার সাবেক এই গতিতারকা ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে প্রতিপক্ষের শিরদাঁড়া ভেঙে দিতে পারতেন। শোয়েব আখতার ও ব্রেট লিদের মতো তারকার সঙ্গে গতির প্রতিযোগিতায় ছিলেন তিনি।
ঠিক তেমনই একজন গতিতারকা হিসেবে বাংলাদেশ পেয়েছে নাহিদ রানাকে। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম এই ২২ বছর বয়সী পেসারকে নিয়ে ভীষণ আশাবাদী শন টেইট। তিনি মনে করেন, সঠিক যত্ন ও পরিচর্যা পেলে নাহিদ বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন।
বিপিএলে চট্টগ্রাম কিংসের কোচ হিসেবে কাজ করতে আসা শন টেইট নাহিদকে নিয়ে প্রশংসা করেছেন। ২০১৩ সালে খেলোয়াড় হিসেবে বিপিএলে খেলা এই তারকা বলেন, “পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে টেলিভিশনে নাহিদকে প্রথমবার ভালোভাবে দেখেছিলাম। এরপর থেকেই আমি তার বোলিং লক্ষ্য করছি। সে লম্বা, শক্তিশালী এবং গতি দারুণ। বাংলাদেশের জন্য এটি রোমাঞ্চকর এক প্রাপ্তি।”
টেইটের মতে, বাংলাদেশের পেস বোলিংয়ে অতীতে এমন গভীরতা ছিল না। তিনি বলেন, “ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করা পেসার পাওয়া সহজ নয়। নাহিদের যথাযথ যত্ন নিলে সে বাংলাদেশের জন্য দারুণ কিছু করবে।”
অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসার মনে করেন, নাহিদের শরীর এবং ক্যারিয়ার দীর্ঘায়িত করতে সঠিক পরিকল্পনা ও গাইডেন্স প্রয়োজন। তিনি বলেন, “নাহিদের আশপাশের মানুষদের দায়িত্ব হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া। একই সঙ্গে তাকেও নিজের শরীর এবং সক্ষমতা সম্পর্কে সচেতন হতে হবে। সঠিক নির্দেশনা পেলে সে অসাধারণ কিছু করে দেখাতে পারবে।”
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন নাহিদ। টেইটের সরাসরি কোচিং না পেলেও, চট্টগ্রাম কিংসের বিপক্ষে মুখোমুখি হওয়ার সময় এই কিংবদন্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে চান তিনি। টেইটের মতো পেসারের কাছ থেকে এমন প্রশংসা নিঃসন্দেহে নাহিদের জন্য বড় প্রাপ্তি।
আ. দৈ./ সাধ