পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান পূর্ণ করে এক নতুন মাইলফলক অর্জন করেছেন। তবে তার এমন ব্যক্তিগত সাফল্যের দিনটি দলের জন্য সুখকর হয়ে উঠল না। দক্ষিণ আফ্রিকার পেসারদের বিধ্বংসী বোলিংয়ের মুখে পাকিস্তান দারুণ বিপর্যয়ের শিকার হয়েছে।
বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে মাত্র ১৮৯ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাবরের জন্য প্রয়োজন ছিল মাত্র তিন রান, যা করবিন বোশের বলে একটি বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন তিনি। এর মাধ্যমে তিনি টেস্টে ৪,০০০ রান, ওয়ানডেতে ৫,০০০ রান, এবং টি-টোয়েন্টিতে ৪,০০০ রান করা তৃতীয় ক্রিকেটার হিসেবে তালিকাভুক্ত হন।
তবে বাবরের ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্যাটারসনের বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১১ বল খেলে তিনি আউট হন।
পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের মূল কারণ ছিলেন করবিন বোশ ও ডেন প্যাটারসন। এই দুই পেসার মিলে দলের ৯ উইকেট ভাগ করে নেন। বিশেষ করে প্যাটারসন ছিলেন আরও বিধ্বংসী। তিনি মাত্র সাতটি ম্যাচে খেলার অভিজ্ঞতা নিয়ে এদিন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার (ফাইফার) করেন। অপরদিকে, অভিষিক্ত করবিন বোশ ৪ উইকেট তুলে নেন।
দক্ষিণ আফ্রিকার বোলাররা পিচের সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই পাকিস্তানের ব্যাটিং লাইন কোণঠাসা করে ফেলে। দলের পক্ষে সবচেয়ে বেশি ৫৪ রান করেন কামরান গুলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে আমের জামালের ব্যাট থেকে।
চা বিরতির আগেই ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানে থমকে যায় পাকিস্তান। বাবরের মাইলফলকের দিনেও এমন ব্যাটিং বিপর্যয় দলের জন্য হতাশাজনক হয়ে দাঁড়িয়েছে।
আ. দৈ./ সাধ