অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এক বিতর্কিত ঘটনার জন্ম দেন ভারতীয় তারকা বিরাট কোহলি। অজি দলের অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার কারণে তাৎক্ষণিক শাস্তি পেয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে প্রথম দিন শেষে কিছুটা এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩১১ রান, যেখানে স্টিভ স্মিথ অপরাজিত আছেন ৬৮ রানে। অন্যদিকে, ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ৩টি উইকেট শিকার করে অজিদের ব্যাটিং অর্ডারে ধাক্কা দেন। তবে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের সঙ্গে ৩৬ বছর বয়সী কোহলির আচরণ।
কোহলির শাস্তি
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, কনস্টাসকে ধাক্কা দেওয়ার জন্য কোহলিকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, কোহলি তাদের কোড অব কন্ডাক্টের (সিওসি) ২.১২ ধারা লঙ্ঘন করেছেন।
আইসিসি নীতিমালা অনুযায়ী বিধি ভঙ্গ
আইসিসির নিয়ম অনুযায়ী, "ক্রিকেটে প্রতিপক্ষ খেলোয়াড়, আম্পায়ার বা অন্য কারও সঙ্গে ইচ্ছাকৃত, বেপরোয়া বা উদাসীন আচরণ অনুপযুক্ত। যেমন– কাঁধ দিয়ে ধাক্কা দেওয়া বা ভয় প্রদর্শনমূলক দৌড়ে যাওয়া, যা সিওসি নীতিমালা লঙ্ঘন করে।"
কোহলির এ ধরনের আচরণ নিয়ে সমালোচনা উঠলেও এটি ক্রিকেটীয় শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেছে।
আ. দৈ./ সাধ