এশিয়া কাপে শিরোপা জিতে আলোচনায় আসেন ইকবাল হোসেন ইমন, আজিজুল হাকিম তামিমসহ অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। বয়সে তরুণ হলেও মাঠে তারা দেখিয়েছেন পরিণত পারফরম্যান্স। এশিয়া কাপের সাফল্যের ধারাবাহিকতায় এখন বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের চার ক্রিকেটার।
এশিয়া কাপজয়ী দলের আট থেকে নয়জন ক্রিকেটারের জন্য ঢাকা প্রিমিয়ার লিগে খেলার দরজা খুলেছে। ইতোমধ্যে ইমন ও তামিমের বিপিএলে খেলা নিশ্চিত হয়েছে। ইমন খেলবেন ফরচুন বরিশালের হয়ে, আর তামিম খেলবেন রংপুর রাইডার্সে। খুলনা টাইগার্স দলে নিয়েছে জাওয়াদ আবরারকে, এবং সিলেট স্ট্রাইকার্স আল ফাহাদের সঙ্গে চুক্তি করতে পারে বলে জানা গেছে।
এশিয়া কাপে অনবদ্য পারফরম্যান্সের পর বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে তাদের পছন্দের ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও এই তরুণদের চোখধাঁধানো পারফরম্যান্স ছিল। খুলনা বিভাগের হয়ে তামিম ৯ ম্যাচে ২৩৭ রান সংগ্রহ করেন, যার মধ্যে দুটি ফিফটি রয়েছে। পেসার ইমন ঢাকা বিভাগের হয়ে ছয় ম্যাচে পাঁচ উইকেট নেন। ওপেনার জাওয়াদ তিন ম্যাচে ১১, ৬২ এবং ৩২ রান করেন।
অনূর্ধ্ব-১৯ দলের এই খেলোয়াড়রা ইয়ুথ ক্রিকেট লিগে তিন দিনের ম্যাচ খেলার পাশাপাশি বিদেশি দলের সঙ্গে চার দিনের ম্যাচেও অংশ নিয়েছেন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার অভিজ্ঞতা তুলনামূলক কম। বিপিএল তাই তাদের আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সঙ্গে খেলার বড় সুযোগ করে দিচ্ছে।
বিসিবি কর্মকর্তারা চান, বিপিএলে প্রতিটি দলে অন্তত একজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখা হোক। বিসিবি গভর্নিং কাউন্সিলের বিভাগীয় ইনচার্জ সাইফুল ইসলাম মানব বলেন, ‘আমরা চেষ্টা করছি অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের প্রতিটি দলে অন্তর্ভুক্ত করার। এতে দেশি খেলোয়াড়ের সংখ্যা ১৫ জন করার প্রস্তাবও আছে।’
বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মো. কাউসার জানান, ‘তরুণদের ঘরোয়া ক্রিকেটে বেশি সুযোগ দিতে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত কোনো আন্তর্জাতিক সিরিজ রাখা হয়নি। তারা যেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারে, সেই পরিকল্পনা করা হয়েছে।’
বড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া ও মাঠের অভিজ্ঞতা অর্জন করা এই তরুণদের জন্য জাতীয় দলে জায়গা করে নেওয়ার ভিত্তি হয়ে উঠতে পারে। ইতোমধ্যে মারুফ মৃধা বিপিএলে দল পেয়েছেন। যদিও বয়সের কারণে তিনি অনূর্ধ্ব-১৯ দলে আর থাকছেন না। ইমন-তামিমদের মতো খেলোয়াড়রা বিপিএলের এই মঞ্চ থেকে আরও দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা।
আ. দৈ./ সাধ