বিদেশে বসে হংকংয়ের স্বাধীনতার পক্ষে আন্দোলনকারী নেতাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে সেখানকার পুলিশ। হংকংয়ে গণতন্ত্রকামী এমন ছয় ব্যক্তিকে ধরিয়ে দিতে দেড় কোটি টাকার বেশি (১০ লাখ হংকং ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার হংকং কর্তৃপক্ষ বলেছে, ছয়জনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা ছাড়াও সাতজনের পাসপোর্ট বাতিল করা হচ্ছে। এসব ব্যক্তির মধ্যে রয়েছেন হংকংয়ের সাবেক আইনপ্রণেতা টেড হুই ও ডেনিস কোক।
হংকংয়ে গণতন্ত্রকামীদের বিদ্রোহ ঠেকাতে ২০২০ সালে কঠোর নিরাপত্তা আইন পাস হয়। এর পর থেকে সেখানে হংকংয়ের স্বাধীনতা নিয়ে বিক্ষোভ ও মতবিরোধ বন্ধ। অনেক বিরোধী নেতা বিদেশে পালিয়ে গেছেন এবং কেউ কেউ কারাবন্দী হয়েছেন। হংকং শহরে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ধরতে এ নিয়ে তৃতীয়বারের মতো পুরস্কার ঘোষণা করা হলো।
এর আগে গত বছরের জুলাই ও ডিসেম্বরে এ ধরনের পুরস্কার ঘোষণার পর পশ্চিমা দেশগুলো সমালোচনা করেছিল। যাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বর্তমানে যুক্তরাজ্যে বসবাসকারী সাবেক ডিস্ট্রিক্ট কাউন্সিলর ক্যামেরন লাউ, সাবেক জরিপকারী চুয়াং কিম–ওয়া, কানাডাভিত্তিক ইউটিউবার ভিক্টর হো লিউং–মাউ।
আ.দৈ/ সাম্য