হাতে আর দুই মাসও নেই। ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপের পরই ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়নি। কেননা, আয়োজক পাকিস্তানে গিয়ে ভারত ম্যাচ খেলবে না। তাই হাইব্রিড মডেলে নিরপেক্ষ কোনো ভেন্যুতে ভারতের সব ম্যাচ আয়োজনের ব্যাপারটি নিশ্চিত হয়েছে। কিন্তু নিরপেক্ষ সেই ভেন্যু কোথায়, তা নিশ্চিত করেনি আইসিসি।
তবে পাকিস্তানের জিও টিভির খবর, অতীতের মতো এবারও ত্রাণকর্তা সেই আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই হতে চলেছে সেই নিরপেক্ষ ভেন্যু। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ আসরে তাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে সেই মরুশহরেই লড়বে। এরই মধ্যে সূচিও নাকি অংশগ্রহণকারী বোর্ডগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগির এর আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইসিসি।
১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এরই মধ্যে করাচি ও লাহোরের নিরাপত্তা ব্যবস্থা দেখতে নিউজিল্যান্ডের একটি প্রতিনিধি দল পাকিস্তানে অবস্থান করছে। ২০১৭ সালের পর র্যাঙ্কিংয়ের সেরা আট দল নিয়ে ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের অন্যতম আকর্ষণীয় ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাইয়ে ২৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি হতে পারে ৪ ও ৫ মার্চ।
৯ মার্চের ফাইনালে যদি ভারত খেলার সুযোগ পায়, তাহলে সেটিও পাকিস্তান থেকে সরিয়ে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। গত দু’দিনে পাকিস্তান সফররত আরব আমিরাত ক্রিকেটের প্রধান শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান এসব ব্যাপার নিয়েই আলোচনা করবেন পিসিবি নির্বাহী মহসিন নাকভির সঙ্গে।
আসলে ভারত যখন এবারও পাকিস্তান সফরে যেতে অপারগতা জানায়, তখন আইসিসির মধ্যস্থতায় ঠিক হয় পাকিস্তানও আগামী চার বছরে ভারতে অনুষ্ঠিত আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতে সেখানে যাবে না। যার মধ্যে রয়েছে ২০২৫ নারী বিশ্বকাপ ও ২০২৬ টি২০ বিশ্বকাপ। এই দুটি আসরে পাকিস্তান ভারতে না গিয়ে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় গিয়ে খেলবে বলে চূড়ান্ত হয়েছে। সে কারণেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার নামও এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত আরব আমিরাতেই খেলতে রাজি হয়েছে ভারতীয় দল।
আ. দৈ./ সাধ