নতুন এক ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের ইতিহাসে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক পা রাখলেন নতুন এক উচ্চতায়।
আজ সোমবার শুরু হয়েছে প্রথমবারের মতো নারীদের প্রথম শ্রেণিরর ক্রিকেট। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএল ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে জ্যোতি পেয়ে গেলেন তিন অঙ্কের ম্যাজিকেল স্কোর। ১৫৩ রানে থামলেন তিনি। গড়লেন রেকর্ড।
জ্যোতির ইনিংসে ছিল ২০টি চার, ২ ছক্কা। মোট ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত। বাংলাদেশ ক্রিকেচে নারীদের প্রথম শ্রেণির ম্যাচে প্রথম সেঞ্চুরিয়ান এই তারকা ব্যাটার।
তার ব্যাটেই আজ প্রথম দিনই বড় লিড মধ্যাঞ্চলের। ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে সোবহানা মোস্তারির উত্তরাঞ্চল। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন ফারজানা হক পিঙ্কি। মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট।
এরপর নেমে দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তারের জোড়া ফিফটিতে দারুণ শুরু করে মধ্যাঞ্চল। তারপরই জ্যোতির সেঞ্চুরি। ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। তবে দিনটা হয়ে থাকল জ্যোতিরই ইতিহাস।
আ. দৈ/ আফরোজা