অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ৪১ রানের ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করলেও ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয় সুমাইয়া আক্তারের দল। ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় মাত্র ৭৬ রানে।
কুয়ালালামপুরের বুয়েমাস ওভালে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরুতেই ২৫ রানের মধ্যে ২ উইকেট তুলে নেয় টাইগ্রেসরা। এরপর গঙ্গাদি তৃষ্ণা ও অধিনায়ক নিকি প্রসাদের তৃতীয় উইকেটের জুটিতে ৪১ রান যোগ করে ভারত দলকে স্থিতিশীলতা এনে দেন। তবে বাংলাদেশের বোলারদের দারুণ পারফরম্যান্সে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার গঙ্গাদি তৃষ্ণা। বল হাতে ফারজানা ইয়াসমিন ছিলেন দুর্দান্ত, ৩১ রানে শিকার করেন ৪ উইকেট। নিশিতা আক্তার নিশি ২টি ও হাবিবা ইসলাম ১টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩৫ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু পরের ৬ ওভারে কোনও বাউন্ডারি ছাড়াই মাত্র ৬ রান যোগ হয় দলের স্কোরবোর্ডে। এ সময় আরও ২ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ। এরপর থেকে শুরু হয় ব্যাটিং ধস। মাত্র ২৬ বলের মধ্যে ১৩ রান তুলতে গিয়েই শেষ ৬ উইকেট হারায় লাল-সবুজের কন্যারা। ১৮.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ, হারিয়ে ফেলে শিরোপা জয়ের স্বপ্ন।
ভারতীয় দলকে কম রানে আটকে রাখতে সক্ষম হলেও ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সের কারণে হাতছাড়া হলো ফাইনাল।
আ. দৈ./ সাধ