দক্ষিণ এশিয়ার ফুটবলে এতদিন বাজারমূল্যের দিক থেকে শীর্ষে ছিল ভারত। তবে ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের মতে, বাংলাদেশ এবার ভারতকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে। এ কৃতিত্ব এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর লাল-সবুজ জার্সিতে খেলার অনুমতি পাওয়ার মাধ্যমে।
দীর্ঘ প্রতীক্ষার পর ফিফার অনুমোদন নিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। আগামী মার্চে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার কথা রয়েছে হামজার। তার সংযোজনেই বাংলাদেশের মোট দলীয় বাজারমূল্য ভারতকে ছাড়িয়ে গেছে।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য একাই ৪.৫০ মিলিয়ন ডলার, যা পুরো বাংলাদেশ জাতীয় দলের আগের সম্মিলিত বাজারমূল্য ৩.০৫ মিলিয়নের চেয়েও বেশি। হামজার যোগদানেই বাংলাদেশের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৭.৫৫ মিলিয়ন ডলার। অন্যদিকে ভারতের জাতীয় দলের বাজারমূল্য ৫.৮৬ মিলিয়ন ডলার।
দক্ষিণ এশিয়ায় বাজারমূল্যের দিক থেকে বাংলাদেশের পরেই রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান।
বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামি খেলোয়াড় ইসা ফয়সাল ও রাকিব হোসেন, যাদের প্রত্যেকের বাজারমূল্য ধরা হয়েছে ২.৫ লাখ টাকা। এছাড়া সোহেল রানার মূল্য ২ লাখ টাকা এবং রহমত মিয়া, আনিসুর রহমান জিকো ও মোহাম্মদ হৃদয়ের মূল্য ১.৭৫ লাখ টাকা করে। তরুণ খেলোয়াড় শেখ মোরসালিনের বাজারমূল্য ১.৫ লাখ টাকা।
পুরো এশিয়ার বাজারমূল্যের তালিকায় বাংলাদেশ ১৯তম স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে জাপান, যাদের বাজারমূল্য ২৮৭ মিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে দক্ষিণ কোরিয়া, তাদের মূল্য ১৫৯.১৫ মিলিয়ন ডলার।
আ. দৈ./ সাধ