জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ঢাকা মেট্রো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে জয়ের পর ফাইনালে তাদের প্রতিপক্ষ রংপুর।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। তবে খুলনার বোলারদের তোপে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দলের ১০ ব্যাটারের মধ্যে তিন অঙ্কের রানে পৌঁছাতে সক্ষম হন মাত্র তিনজন। অধিনায়ক নাঈম শেখই ছিলেন ব্যতিক্রম। তার ৫৩ বলে ৫৭ রানের দায়িত্বশীল ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো।
খুলনার বোলারদের মধ্যে মাসুম খান, পারভেজ জীবন ও মেহেদী হাসান প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
খুলনার ব্যাটিং বিপর্যয়
মামুলি ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধস নামে খুলনার ইনিংসে। ঢাকা মেট্রোর স্পিনার রাকিবুল হাসানের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন আজিজুল হাকিম তামিম (০) ও ইমরুল কায়েস (০)। এরপর দ্বিতীয় ওভারে মিঠুন রানআউট হয়ে গেলে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে মাত্র ২ রান।
অধিনায়ক নুরুল হাসান সোহানের ২২ রানের ইনিংস ছাড়া আর কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ঢাকা মেট্রোর ঘূর্ণি আক্রমণে ১৭.৪ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় খুলনা।
ঢাকার বোলারদের নৈপুণ্য
ঢাকা মেট্রোর পক্ষে সৈকত ৩ উইকেট শিকার করেন। রাকিবুল হাসান ও মারুফ মৃধা নেন দুটি করে উইকেট। তাদের দারুণ বোলিং পারফরম্যান্সে সহজ জয় তুলে ফাইনালে পা রাখে দলটি।
ফাইনালে ঢাকা মেট্রো বনাম রংপুর
আগামী ২৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রংপুর।
আ. দৈ./ সাধ