ব্যাট হাতে ছন্দে না থাকলেও নেতৃত্বে উজ্জ্বল পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে শেষ ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৯ রান। এর মধ্যে দুই ম্যাচে ‘ডাক’ মেরেছেন। তবে মাঠে তার নেতৃত্বগুণে মুগ্ধ হয়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স।
শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে লিটনের বুদ্ধিদীপ্ত নেতৃত্বের প্রশংসা করে কোচ সিমন্স বলেন, "এই দুটি ম্যাচে লিটন দারুণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সে লিডারের দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে।"
লিটনের ব্যাটিং ফর্ম নিয়ে কিছুটা চিন্তিত হলেও, তার দ্রুত ঘুরে দাঁড়ানোর আশা করছেন কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, "রান পাচ্ছে না, এটা অবশ্যই ভাবনার বিষয়। তবে প্রতিদিন তো আর সবাই রান করতে পারে না। খেলোয়াড়রা সবসময় ভালো পারফরম্যান্সের জন্য প্রস্তুত থাকে। আশা করি, শেষ ম্যাচে লিটন নিজের ফর্ম ফিরে পাবে।"
লিটনের ব্যাটিং ফর্মে ফেরার অপেক্ষায় থাকলেও, তার নেতৃত্বের ভূমিকায় খুশি টিম ম্যানেজমেন্ট।
আ. দৈ./ সাধ