রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি রাশিয়াকে হুমকি দেওয়া হয়, তাহলে রাশিয়া সেই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রাখে।
আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট বছরের শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন এ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।
সম্প্রতি রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এ নিয়ে প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। নতুন নীতিতে এমন কিছু শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোর আওতায় রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে।
এই নীতির অধীনে, যদি কোনো পরমাণবিক অস্ত্রহীন দেশ অন্য কোনো পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্রের সহযোগিতায় রাশিয়ার ওপর হামলা চালায়, তবে সেটি যৌথ আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং রাশিয়া তার প্রতিক্রিয়া জানাবে।
সাংবাদিকেরা জানতে চান, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে এ ধরনের কোনো হুমকির আভাস পাওয়া গেছে কি না। পুতিন জবাবে বলেন, “আমি জানি না। এই প্রশ্ন তাদের করুন।”
প্রতিবছর এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়, যেখানে প্রেসিডেন্ট পুতিন বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। সাধারণত কয়েক ঘণ্টাব্যাপী এই সম্মেলন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। তবে পুতিন খুব কম সময়ই সশরীরে উপস্থিত হন। তবে বাৎসরিক এই আয়োজনে তিনি সশরীর অংশগ্রহণ করেন।
আ. দৈ./ সাধ