টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে বড় অবদান রেখেছেন এক বছর পর জাতীয় দলে ফেরা শামীম পাটোয়ারী। দুই ম্যাচেই তিনি ২০০ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে চাপের মুখে ১৭ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন শামীম। এমন অসাধারণ ইনিংস খেলে তিনি ম্যাচসেরার পুরস্কার জেতেন। পুরস্কার গ্রহণের সময় শামীম বলেন, ‘অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শামীম আরও বলেন, ‘দল যেরকমই থাকুক, আমি খেলতে পারলে দল উপরের দিকে যাবে। আমি ইতিবাচক খেলার চেষ্টা করি।’
দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর এখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগামী ১৮ ডিসেম্বর মুখোমুখি হবে দুই দল।
আ. দৈ./ সাধ