বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের এনিমেল সায়েন্সের অধ্যাপক মাছুমা হাবিব। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সোনালী দলের’ রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) তাকে ইউজিসির সদস্য করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপন হাতে পেয়েছেন জানিয়ে অধ্যাপক মাছুমা হাবিব বলেন, শিগগিরই যোগদান করব। যোগদানের পর কমিশনের দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব। তবে কোন দপ্তরের দায়িত্ব নেব সেটা এখনই বলা যাচ্ছে না। যোগদানের পর কমিশন দায়িত্ব বণ্টন করে দিলে সে বিষয়ে বলা যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০৭৩) এর সংশোধিত আইন-১৯৯৮ এর ৪(১) বি ধারা অনুযায়ী মাছুমা হাবিবকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
এ নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হবার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চেয়ারম্যান ও তিনজন সদস্য রয়েছেন।
আ. দৈ/ সাম্য