টি-টোয়েন্টি সিরিজে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল। ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসের ভিত্তি গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও শেষ দিকে শামিম পাটোয়ারী।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। মিরাজ করেন ২৫ বলে ২৬ রান, জাকের আলি করেন ২০ বলে ২১ রান এবং শেষদিকে ঝড়ো ব্যাটিং করে ১৭ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন শামিম। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুড়াকেশ মোতিই ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্রুত উইকেট হারাতে শুরু করে। দলীয় ১৯ রানের মধ্যেই দুই ওপেনার ব্র্যান্ডন কিং (৮) ও আন্দ্রে ফ্লেচার (০) সাজঘরে ফিরে যান। দুজনকেই আউট করেন পেসার তাসকিন আহমেদ।
এরপর মেহেদী হাসান মিরাজ দ্রুত আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ১২ বলে ১৪ রান করে জনসন চার্লস এবং ৮ বলে ৫ রান করে নিকোলাস পুরান আউট হন। দ্রুত চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ক্যারিবিয়ানরা। অধিনায়ক রভম্যান পাওয়েল ৭ বলে ৬ রান এবং রোমারিও শেফার্ড কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে রস্টন চেজ এবং আকিল হোসেন কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। চেজ ৩৪ বলে ৩২ রান এবং আকিল ৩১ বলে ৩১ রান করেন। তবে তাদের লড়াই যথেষ্ট ছিল না। ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩টি এবং মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট নেন।
এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। শামিম পাটোয়ারী দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন। সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।
আ. দৈ./ সাধ