শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
খেলাধুলা
প্রধান নির্বাচক লিপুর মন্তব্য
সাকিবের নিষেধাজ্ঞা ও তামিমের দলে ফেরা
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 17 December, 2024, 6:14 PM  (ভিজিট : 32)
ছবি: অনলাইন

ছবি: অনলাইন

বাংলাদেশ ক্রিকেট দলের দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল প্রায়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এ দুজনকে নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাকিবের বোলিং নিষেধাজ্ঞা এবং তামিমের দলে ফেরা নিয়ে তার গুরুত্বপূর্ণ মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সাকিব আল হাসানকে বোলিংয়ে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। সামনের চ্যাম্পিয়ন্স ট্রফি-কে সামনে রেখে এই নিষেধাজ্ঞা বাংলাদেশ দলে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সাকিবকে দলে পাওয়া যাবে কি না, এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি প্রধান নির্বাচক লিপু। তিনি বলেন, কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারা ইতোমধ্যে জানেন। এই মুহূর্তে আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না তার দলে অন্তর্ভুক্তি নিয়ে।

লিপু আরও জানান, এটা পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। বিষয়টি অস্বাভাবিক এবং এমনটি সাধারণত দেখা যায় না। তার এই মন্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, সাকিবকে নিয়ে বোর্ডও এখনো অনিশ্চয়তায় রয়েছে।

তামিমের দলে ফেরা

দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা তামিম ইকবাল ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন। তবে তাকে আবার জাতীয় দলে দেখা যাবে কি না, তা নিয়েও স্পষ্ট কিছু বলেননি লিপু। তিনি বলেছেন, তামিমকে আরও শানিত হতে হবে। তার ফিটনেস আরও উন্নত করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তামিম জানেন, বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করতে হয়। কী ধরনের সহযোগিতা তিনি বোর্ডের কাছ থেকে পেতে পারেন। আমার বিশ্বাস, এসব কোনো বড় বাধা হবে না।

লিপুর মন্তব্যে ইঙ্গিত মেলে, তামিমকে দলে ফিরতে হলে ফিটনেস প্রমাণ করতে হবে। তবে লিপু এটাও বলেছেন যে, তামিম খেলা শুরু করেছে, এটা আমাদের জন্য আশার আলো। খুব দ্রুত আমরা জানতে পারব যে, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে থাকতে পারবেন কি না। যদি থাকতে পারেন, তবে সেটা হবে দুর্দান্ত ব্যাপার।

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা এবং তামিমের ফিটনেস ইস্যু বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় দুটি চ্যালেঞ্জ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মন্তব্য থেকে স্পষ্ট যে, সাকিবের নিষেধাজ্ঞা ও তামিমের ফিটনেস ইস্যুতে বোর্ড এখনো অপেক্ষা ও পর্যবেক্ষণের নীতিতে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে বোর্ড ও ভক্তদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে।




আ. দৈ./ সাধ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বায়ুদূষণে দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
দুদকের মামলায় বিএফআইইউ'র মাসুদ বিশ্বাস কারাগারে,রিমান্ড শুনানি রোববার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
খেলাধুলা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝