রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২৫তম সাধারণ সভা আজ রোববার অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান থেকে তেলওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।
সভার সভাপতি হাজী দেলোয়ার হোসেন সভায় আগত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সম্মানিত সদস্যগণ এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও আপনাদের সকলের সুপরামর্শ ও আন্তরিক সহযোগীতায় অল্প সময়ের মধ্যে আমরা আবাসন ব্যবসায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, ট্যাক্স কমিশনার সহ অনেক দপ্তরের কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করে আমাদের দাবিদাওয়া তুলে ধরেছি।অনেক ক্ষেত্রে আমরা এ বিষয়ে সফল হয়েছি এবং যথাযথ পদক্ষেপ গ্রহনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এসময় তিনি উল্লেখ করেন ঢাকাতেও রিহ্যাব এর পক্ষ থেকে আবাসন ব্যবসায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, এনবিআর এবং ট্যাক্স কমিশন সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি সকলকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই রিয়েল এস্টেট সেক্টরের দাবী আদায় এবং সমস্যাগুলো সমাধান হবে।
এ সময় তিনি বলেন, আগামী ১৩-১৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ ৪ দিনব্যাপী চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসনে জাঁকজমক এর সাথে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ আয়োজন করা হবে।
আসন্ন রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সার্বিকভাবে সফল করার জন্য প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারনা চালানো হবে।
রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১), জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান সভায় উপস্থিত হয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২৫তম সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি সিডিএ’র চেয়ারম্যান মহোদয় এবং সিডিএ’র উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রিহ্যাব এর একটি ফলপ্রসু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় আমরা কালক্ষেপন না করে দ্রুত সময়ে ভবনের প্ল্যান পাশসহ সিডিএ’র সাথে সম্পৃক্ত বিষয়গুলো সিডিএ’র চেয়ারম্যান মহোদয়ের কাছে তুলে ধরেছি।
এসময় তিনি রিহ্যাবকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সম্মানিত প্রত্যেক রিহ্যাব সদস্যদের স্বস্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে সিপিডিএল এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন বলেন, সিডিএ’র সাথে রিহ্যাব এর সম্পৃক্ততা বৃদ্ধির জন্য অগ্রাধিকার ভিত্তিতে সিডিএ ভবনে একটি রিহ্যাব প্রায়োরিটি কর্ণার প্রচলনের সুযোগ পেয়েছি।
এটা দ্রুত চালু করতে পারলে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের মালিক পক্ষ রিহ্যাব প্রায়োরিটি কর্ণার এ এসে সহজে সিডিএ সংক্রান্ত সেবা গ্রহণের কাজ করতে পারবেন এবং এর মাধ্যমে সিডিএ’র সাথে রিহ্যাব সদস্যদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে।
সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম রিজিওনাল সদস্যগণ তাদের মূলবান মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ্যাড. আবদুল কাইয়ুম ভূঁইয়া, জনাব সৈয়দ ইরফানুল আলম, মিস শারিস্থ বিনতে নূর, জনাব নুর উদ্দীন আহমেদ, জনাব মোঃ মাঈনুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত সিনিয়র সদস্য জনাব মোঃ জাফর, আর্কিটেক্ট মেহেদী ইফতেখার এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত সদস্যবৃন্দ।
আ. দৈ/ সাম্য