দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার মাউলি অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার (৬২.১৪ মাইল) গভীরে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল চিলি
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত চিলি। দেশটি ভূতাত্ত্বিকভাবে ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর অংশ, যা বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।
এর আগে ২০১০ সালে চিলিতে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৫২৬ জন প্রাণ হারান। সেই ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয়, যা চিলির উপকূলবর্তী এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।
শক্তিশালী ভূমিকম্পগুলোর পুনরাবৃত্তির ঝুঁকির কারণে চিলি বরাবরই সতর্ক অবস্থায় থাকে। ভূমিকম্প-প্রতিরোধী অবকাঠামো নির্মাণেও দেশটি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।
আ. দৈ./ সাধ