২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক দিয়ে ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে এই খেলা অনুষ্ঠিত হবে। তবে ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট থাকবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। এ বিষয়টি নিশ্চিত করতে কাজ করছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান জয় শাহ।
জয় শাহ সম্প্রতি ব্রিসবেনে অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সিন্ডি হুক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা নিক হকলির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। আলোচনায় ২০৩২ অলিম্পিকে ক্রিকেট রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট মাঠে গড়ালেও লস অ্যাঞ্জেলস শহরের পরিবর্তে খেলা অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের শহর মায়ামি বা নিউ ইয়র্কে। স্টেডিয়াম চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। মূল অলিম্পিক আয়োজন হবে লস অ্যাঞ্জেলসে, তবে ক্রিকেটের ভেন্যু হতে পারে অন্য শহরে।
শেষবার ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরছে ক্রিকেট। তবে ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট রাখা হবে কি না, সেই প্রশ্নই এখন বড় আলোচনার বিষয়। এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন জয় শাহ।
ক্রিকেটের প্রসার ও অলিম্পিকে স্থায়ীভাবে জায়গা পাওয়ার প্রচেষ্টা
আইসিসি অলিম্পিকে ক্রিকেটকে স্থায়ীভাবে জায়গা দিতে চায়। অলিম্পিকের মতো বিশাল মঞ্চে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে বিশ্বব্যাপী এই খেলার জনপ্রিয়তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলসের পর ব্রিসবেনেও ক্রিকেটের উপস্থিতি নিশ্চিত করতে জয় শাহের প্রচেষ্টা এই লক্ষ্যকেই নির্দেশ করে।
এদিকে, ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকার পরিকল্পনাও রয়েছে বিসিসিআই-এর সাবেক সেক্রেটারি জয় শাহের।
আ. দৈ./ সাধ