নারী ফুটবলের সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ সাত ধাপ উন্নতি করে ১৩২তম স্থানে উঠে এসেছে। সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স এবং শিরোপা ধরে রাখার সাফল্যের ফলস্বরূপ এই অগ্রগতি অর্জিত হয়েছে।
গত অক্টোবরে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ফুটবল দল।
নতুন র্যাংকিং অনুসারে, বাংলাদেশের মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৯৭.৫৫।
নারী ফুটবলের ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান আগের মতোই ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে স্পেন ও জার্মানি। তবে ইংল্যান্ড এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে।
র্যাংকিংয়ের প্রথম দশে আরও রয়েছে সুইডেন, কানাডা, ব্রাজিল, জাপান, উত্তর কোরিয়া এবং নেদারল্যান্ডস। এছাড়া সৌদি আরব ও এস্তোনিয়ার র্যাংকিংয়েও উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে।
আ. দৈ./ সাধ