কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই যানজটে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
চালকরা জানান, মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে লোকাল বাস ও মাইক্রোবাসগুলো যাত্রী ওঠানামা করানো এবং উল্টোপথে যানবাহন চলাচলের কারণে নিয়মিতভাবেই যানজট হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা, যা যানবাহনের গতি ধীর করে দিয়েছে।
দাউদকান্দির রাজারহাটে আটকে পড়া কুমিল্লাগামী এশিয়া লাইন পরিবহনের চালক আবু হানিফ জানান, সকাল ৭টায় সায়েদাবাদ থেকে রওনা দিয়ে দাউদকান্দিতে পৌঁছে যানজটে দেড় ঘণ্টা সময় নষ্ট হয়েছে। একইভাবে, চট্টগ্রামগামী পিকআপ চালক আবু সাইদ জানান, পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে তার আড়াই ঘণ্টা লেগেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার এএসআই জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশা ও উল্টোপথে গাড়ি চলাচলের কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালানো হচ্ছে।
তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসায় যাত্রী ও চালকরা দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
আ. দৈ/ আফরোজা